কবিতা:- তেমন বন্ধু কোথায় আছে
কবি:- মনোজ ভৌমিক


আজকে আমায় প্রশ্ন করে,আমার আত্মভোলা ছেলে,
"বাবা,বন্ধু-বন্ধু করে সবাই,বলো না,বন্ধু কাকে বলে?"


প্রশ্ন শুনেই মন বাগানে সেগুনগাছটা উঠলো হঠাৎ জ্বলে।
বললুম,"হঠাৎ এমন কঠিন প্রশ্ন কেন করিস খেলার ছলে?"


বন্ধু কথার গূঢ় অর্থ,তোরে আজ বোঝাই কেমনে?
ঐ শব্দটা সুন্দর অনেক,কিন্তু ব্রাত্য যে এইখানে।


বন্ধু বলতে আজকে বুঝি,ভীষণ  রেষারেষি - মদ্দানি।
বন্ধু বলতে আজকে বুঝি,সামনে হাসি পিঠপিছে শয়তানী।


একই জেন্ডারে বন্ধু মানেই বন-জঙ্গলের ফুল।
অন্য জেন্ডারে বন্ধু হলেই ফুটবে বকুল ফুল।


আজকের দিনে বন্ধুত্বটা স্ট্যাটাস মেনে চলে,
একটু যদি পিছে থাকো বন্ধুত্বটা যাবেই রসাতলে।


বন্ধু কথার সঠিক অর্থ সেই যুগেতেই ছিল
যেই যুগেতে কৃষ্ণ আর সুদামা জন্মেছিল।


তেমন বন্ধু কোথায় আছে আজকে এ ধরাতে?
আজকে বন্ধু স্বার্থ ছাড়া এক পাও কী হাঁটে?


তা বলে কী ভাই, এই যুগতে বন্ধু একটিও নাই?
আছে নিশ্চয়ই,খুঁজতে হবে,তবে বিরল হবে ভাই।