কবিতা:- থাকনা শীত...
            মনোজ ভৌমিক


ভোরের আলোয় ঝাপসা অন্ধকার,
দরজা বন্ধ জানালাটা আরপার,
আবেশি দেহটা কম্বলে ঢাকা থাকে,
খানিক পরেই ডাকিস জানালা ফাঁকে!


দুষ্টু চুমু দিতে চাস তুই আমায়,
দেখনা শীত বিছানাতে আজ থামায়।
পিয়াসী মনটা তোরেই আজকে চায়!
দরজা খুলেই ব্যালকনিতে দাঁড়ায়।


হিমেল হাওয়ায় রাঙানো থাকিস তুই,
শরীর বলছে এবার তোরেই ছুঁই।
স্নিগ্ধ পরশে আবেশী তনুমন,
হৃদয়মাঝে প্রেমের জাগরণ।


দুজনাতে আজ দুজনায় হই লীন,
থাকনা শীত এভাবেই প্রতিদিন।