কবিতা:- থেকো মহা সুখে
           মনোজ ভৌমিক


ঘুমভাঙা চোখ নিয়ে জেগে উঠে ওরে দেখি প্রতিদিন,
খুশির আবেশ দিয়েই বলি তারে,"গুডমর্নিং।"
ও শোনেনা আমার কথা কেবলি আনমনে ঘুরতে থাকা!
জিজ্ঞাসা করি যখন, "কেমন আছো তুমি? বড় একা!"
চিৎকার করে বলে ও,"কি হবে বলোনা সুপ্রভাতে?
তাকিয়ে দেখেছো কি আমার এই ভগ্ন শরীরটাতে?"
আবেশি সুপ্রভাত,আদিখ্যেতাতে কি বা প্রয়োজন?
সকাল সুন্দর করার আগে সুন্দর হোক মন,
অযুত ধর্ষণে ধর্ষিতা আমি,হিসাব তো রাখোনি।
প্রতিক্ষণ জ্বলছে এ হৃদয়,কাউকে তো বলিনি।
নীরব যন্ত্রণা বুকে কাঁদি আমি, তুমি তো শোনেনি!
দেহের সর্বত্র ক্যান্সার কীট,কেউ তো দেখেনি!
আমার সজীব হৃদয়টাকে মারছো যে দিনদিন,
আগ্রাসী ভাবনা লুকিয়ে,কেন সুপ্রভাত হরদিন?
আগামীর চিন্তা নেই তোমাদের ও হিংস্র বুকে,
চেতনা ঘুমিয়ে যাক,আমিও ঘুমোবো,থেকো মহা সুখে।"