কবিতাঃ-থেকো না নির্বিকার
✍️ মনোজ ভৌমিক


আকাশ কুসুম কল্পনা ভুলে গালেতে হাত রাখি,
সময়ের সাথে পরিবেশের ভগ্নদশা দেখি!
বন্য ছিলাম যখন আমরা আদিম মানুষ বেশে,
অসভ্যতা জড়িয়ে থাকলেও পরিবেশ ছিল হেসে।


হিংসা দ্বেষ তখনও ছিল, ছিল গোষ্ঠী দ্বন্দ,
তবুও সেদিন ছড়ায়নি ওরা পরিবেশে দুর্গন্ধ।
হঠাৎ করে পাথর ঘষে জ্বাললো যখন আগুন!
তখন থেকেই শুরু হলো সভ্যতার গুনাগুন !!


শুরু হলো বিবর্তন জাতপাত ধর্ম নিয়ে বিভেদ!
আঁকচারা কেটে পৃথিবীটায় মানুষে মানুষে ভেদ!!
বনসৃজন হারিয়ে যাচ্ছে সভ্যতার ঊর্ধ্বশ্বাসে!
গোলা-বারুদ বিষাণু বিষে মরছি দীর্ঘশ্বাসে!!


এ কেমন পরিবেশ বলো, সব কিছুতেই বিষ!
নেই নয়নাভিরাম বৃক্ষরাজি পাখিরা দেয়না শিস!!
সময় এখনো হয়নি শেষ, জাগতে হবে মানুষ,
বাঁচার মতো বাঁচতে হলে ফেরাও তোমার হুঁশ।


একটা গাছ হাজার প্রাণ, অক্সিজেনে হাহাকার,
শুভ বুদ্ধির উদয় হোক... থেকো না নির্বিকার।