বিভাগঃ-পদ্য কবিতা
শিরোনামঃ- ঠগ
✍️ মনোজ ভৌমিক


ঠগ বাছতে গাঁও উজাড় ঐ ভাবনা আজ মিছে,
সে সাধু আর আছে কোথায়! ঠগ তো বিষাক্ত বিছে।
দেশ সমাজ বদলে গেছে, বদলেছে লোকজন,
স্বার্থ নিয়েই খেলছে সবে ঠকছে আপনজন।


আজ একটুখানি ভাবো যদি চোখ দুটিকে বুজে,
বুঝবে তুমি কতোটা সাধু নিজেই পাবে খুঁজে।
সমাজ জীবন বড়ই করুণ বিশ্বাস গেছে হারিয়ে,
স্বামী স্ত্রী সন্তানেতেও ঠগ গুলো হাত বাড়িয়ে।


শ্রমিক কৃষক কর্মচারীর  ভাবনা আজও একই,
আম জনতা ঠকে প্রতিবার ভোট ফুরোলেই ফাঁকি।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেশ বাঁচালেন যারা,
তাদের মাঝেও ঠগ তো ছিল আজও আছে তাঁরা।


জাতের নামে বজ্জাতি সব ধর্মের কপট খেলা,
ঠগের খেলা চলে নিরন্তর গণতন্ত্রে কালবেলা।
বিশ্বটাকে ঠকায় আজও উন্নতশীল দেশ,
আধিপত্যের ডঙ্কা বাজিয়ে মহামারীর বেশ।


শোষণ তোষণ ছল চাতুরী চলছে অবাধে আজ,
তাই তো দেখি বিশ্বজুড়ে ধ্বংসের মহাসাজ।
ঠগ মাফিয়ায় ভরে গেছে আজকের জমানা,
মনুষ্যত্বের মহা বিপর্যয় মিথ্যে সাম্যের সামিয়ানা।


আসল কথা মানুষ নামের ফানুস ওড়ে যত,
আমরা কিন্তু ঠগ সকলেই ভাবনা যে যার মত।