কবিতাঃ- টিকা
✍️ মনোজ ভৌমিক


নিতে হবে টিকা ভাই
শুনে নাও সবে,
নইলে সে বাঁচা আর
বাঁচবে না ভবে।


শতেক বছর পরে
আসে মহামারী,
কোটি কোটি প্রাণ নেয়
নিমেষে উজাড়ী।


করোনাও মহামারী
পৃথিবীর বুকে,
ওর থেকে আজ হেথা
কেউ নেই সুখে।


মৃত্যু যন্ত্রণায় সবে
জ্বলি অহরহ,
ভাবছি সবাই মোরা
থাকবো না কেহ।


বিজ্ঞানের সুফলেতে
আবিস্কৃত টিকা,
প্রতিষেধক উত্তম
রোগ হবে একা।


এসো গো শপথ নিই
নেবো টিকা সবে,
করোনার পরাজর
নিশ্চয়ই হবে।


বাড়াবে ইমিউনিটি
শরীরে মোদের,
পৃথিবী সুস্থ হবেই
আশা আমাদের।