কবিতা:-তিনি সৈনিক ছিলেন।
কবি:- মনোজ ভৌমিক


জীবন কি বুঝেছিল সেদিন জীবনের পরিভাষা!
মরন কি করে বুঝবে বলো,জীবনের অন্তিম পিয়াসা!
তবুও মানুষ চায়,প্রিয়জনের আত্মার শান্তিতে দিতে ভালোবাসা।
নিজকে উজাড় করে,হৃদয়ের অন্ধকারে খোঁজে একটু শান্তির আশা।
দিগন্তের শেষ আলোয়,সে খুঁজেছিল,প্রেমের অন্তিম শ্বাস।
প্রিয়তমার উজাড় করা ভালোবাসার কোলেতে, নিয়েছিল তাই শেষ নি:শ্বাস।


অশান্ত যৌবন,দুরন্ত যোদ্ধার সম্মুখে,ছিল যে নি:ষ্প্রভ।
প্রেয়সীর আহ্বান দেশমাতৃকার কন্ঠে,কন্ঠ মিলিয়ে,সতত ছিল সদর্ভ।
বন্ধুর গিরিপথ,চোখে খরস্রোতা নদী,গভীর অরণ্য দেখি,দেখি রক্তস্নাত রাজপথ!
কখনো হয়নি বিচলিত হৃদয়,অদম্য উত্সাহ,মনে তার দেশরক্ষার দৃঢ় প্রত্যয়।
সে সৈনিকের মৃত্যুতে,কেন এত শোক! কেন এত ক্রন্দন!
সে তো নয় সাধারণ! তার বীরত্বগাঁথা,সদর্ভে প্রচারিত হোক,জানুক সর্বজন।