কবিতা:-তিনিই তো কবি
         মনোজ ভৌমিক


কবিদের চরিত্রে আজকাল অনেকেই ছুঁড়ছেন বেশি কাদা,
উল্লেখেনীয় ঘটনার ফেবুতে পোষ্ট দেন এক বড় কবিদাদা।
চাল নেই,চুলো নেই, দুম করে দোষ দেন এক পাগলিনী তারে,
কবিতার কথা নাকি লেখেন কবিদা,ওনারেই উদ্দেশ্য করে!


চেনা নেই, জানা নেই, শুধু শুধু দেন অবৈধ্য সম্পর্ক -দোষ,
পাগলিনীর ব্যর্থ প্রলাপ শুনে কবিদার গেলো উড়ে হোঁশ।
কবিতা বলেনা কথা কেবলি ভাবুক মনেতে জাগায় অনুভূতি,
কবির হৃদয় কথা যদি মেলে কারো সাথে,তাতে হয় কী ক্ষতি!


কবিতো ভাবনা লেখে শুধু ওই আন্তরিক শব্দের বেড়াজালে,
কেউ চড়ে আসমানে,আবার হয়তো কেউ ডোবে পাঁক ভরা জলে।
সামাজিক ভাবনা নিয়েই সকল কবিদের কবিতা কথা বলে,
নিজের নিজস্বতা ডুবিয়ে দেয় ভাবনার গভীর অতলে।


যদি কেউ সে ভাবনার আবেশে ডুবে,দোষ দেয় তারে কোনো নবি,
তার চরিত্রকেই ভালো করে মন আয়নায় দেখেন সে কবি।
সেই কবির কবিত্বকে আমি বারবার করি হাজারো সেলাম,
যার শাব্দিক মায়ায় জেগে ওঠে ও অতৃপ্ত হলুদ খাম।