কবিতাঃ- তখনই বুঝবে
✍️ মনোজ ভৌমিক


বেঁচে আছি! বেচে আছি! প্রতিদিন প্রতিক্ষণ
ওই পিঁপড়ের মতন!!
এ পৃথিবীর মাঠ ঘাট,রাজপথ,এখানে ওখানে
জঞ্জাল আছে যত!
বাড় এলে ভেসে যাই, ভূ-কম্পে ধসে যাই,
ঝড়ে আঁকড়ে ধরি গাছের বাকল!
মারী আর মড়কে ফারাক পড়েনা কিছুই
দেহকে লুকিয়ে রাখি মাটি ছোঁয়া ঘাসের ভিতর।
প্রত্যাশা বেশি তো নয়, শুধুই এক-দু কণা দানা...
সারি বেঁধে এগিয়ে যাই... তবু কেন থাকে মানা??
মাঝে মাঝে দলে যাই... ওদের পায়ের নীচে
আবার বেঁচে উঠি অনাহুতের মতন!


একদিন তোমরাও পিষে যাবে...
শত শত স্কাইলাব পড়বে যখন!
জ্বলে পুড়ে রাখ হবে... সূর্যটা ভাঙবে যেদিন!!
পৃথিবীর পিঠের চামড়া সরিয়ে
ভয়ঙ্কর আগ্নেয়গিরি জাগবে ওদিন!
বিষে বিষে বিষময় হয়ে গেলে চারিদিক...
তখনই বুঝবে ঐ আগ্রাসী সুরম্য সভ্যতা ছিল
তোমার পতন কারণ।