কবিতা:- তখন তুমি আসবে তো?
কবি:- মনোজ ভৌমিক


একদিন প্রজন্ম দাঁড়িয়ে থাকবে মূক প্রতিকৃতির মতন!
হাতের তালু বেয়ে ডুবে যাবে পিয়াসী সভ্যতা!
জীবনের সব ব্যথাকথা ধুয়ে যাবে সমুদ্র লহরীতে।
তুমি তখন রোম সম্রাট নীরোর মত বাদ্য যন্ত্রের মূর্ছনায়,
আর আমি!অরফিয়াসের বাঁশরীর সুর নিয়ে বাতাসের আঙিনায়।
ডুবন্ত সূর্যের আলো জড়িয়ে জেগে উঠবে মায়াবী চাঁদ!
আকাশের সিঁড়ি বেয়ে, মেঘমল্লাদের হাত ধরে,
খুঁজে নেব নিশ্চিহ্ন সজীব বনানী,অন্য কোনো গ্রহে।
নিরঙ্কুশ ভালোবাসার উত্তাপ দিয়ে,
সৃষ্টি করবো আর এক প্রজন্ম।
যেখানে উন্মাদ সমুদ্র থাকবে,উচ্ছল নদী-পাহাড়।
সবুজের বুকে ছেয়ে যাবে,রং-বে-রঙের ফুলের বাহার!
নির্মল বাতাস বুকে নিয়ে হেঁটে যাবে দুরন্ত পাহাড়!
সেখানেই গড়ে নেবো হিংসা বিদ্বেষ হীন আর এক পৃথিবী।
তখন তুমি আসবে তো?