কবিতা:-তোমার শরত্,আমার বর্ষা
কবি:-মনোজ ভৌমিক


তোমার শরত্ যেমন তেমন,
আমার বর্ষা বেশ।
দেখলে না কি! নাচল কেমন!
ডুবিয়ে দিল দেশ।
আবার বলবে?নাচেনা বর্ষা!
শুকনো হল কেশ।
পশুপাখীরা ভাসল সবাই,
মানুষ হল নিকেশ।
সবুজ সবুজ সবাই অবুঝ,
নেই জীবনের সুর।
চারিদিকেতে ময়লা ভরা,
প্রাণ যেতে চায় দূর।
ঘর বাড়ী  আজ সাফা ময়দান,
সবার মনেতে খেদ।
বর্ষা আমার নাচ জানেনা!
করবে কি আর জেদ?
আবার যদি বলো ও কথা,
ভাঙবে তোমাদের তেজ।
শিউলি-টগর সবাই মরেছে,
কাশেরা হয়েছে হত।
আগমনীটার হাল কি হবে!
এবার তুমি বলোতো?