কবিতা :- তোর গর্ভটা না হয় বন্ধ্যা করেই রাখ
           মনোজ ভৌমিক


এর চাইতে কন্যা ভ্রুণ হত্যা আইনটা পাশ করো,
মোমবাতি আর মশাল মিছিলে হয়ো নাগো আর জড়ো।
মানুষগুলো সব মাংসাশী দানব হয়েছে এই দেশে!
আজকে হেথায় ঘুরছে যে ওরা মনগড়া ছদ্মবেশে!!


আইনকানুন ধোঁকা খেয়ে যায় ওদের ধূর্ত পনায়!
ধর্ষণের পর মেয়েকেও ওরা আগুনে আস্ত জ্বালায়!!
মনুষ্যত্বের দেখি যে আজ বড়ই আদিম নগ্ন রূপ!
একই দিনে পাঁচ প্রদেশে দেখালো পৈশাচিক কু-রূপ!!


বলতে পারো সভ্য শতাব্দীতে কোন কান্না আজ কাঁদি!
মেয়ের বাবা হতে গিয়ে গলায় কোন ফান্দা বলো বাঁধি!!
ডক্টর মেয়ে প্রিয়াঙ্কার ওখানে ছিলো বলো কি দোষ!
আই টি সিটি হায়দ্রাবাদ জাগালো না কি নেটিয় যুগের হোঁশ!!


'ল'-এর ছাত্রী হাঁটছিলো একা রাঁচির ভি আই পি জোনে,
নরাধমগুলো ঝাঁপিয়েই খেলো তারে,মিলে বারোজনে!!
তামিলনাড়ুর কাঞ্চিপুরম নাকি বড়ই ভদ্র সিটি!
দলিত ঐ মেয়েটির সর্বস্ব নিলো বলো কারা লুটি!!


সতীসাধ্বী মহিলাটি যখন ফিরছিলো স্বপরিবারে,
পাঁচ হিংস্র দানব কেন তাকে গাড়ি থেকে নিলো ছিঁড়ে!!
চোদ্দ বছরের ওই কিশোরীর দোষটা ছিলো বলো কি!
প্রেমিক যুগলে ঘুরছিলো যখন  বরোদার গ্রাউন্ড নওয়ালক্ষী!!


ওতপাতা দুই লোলুপ হায়না লুটে নিলো তার শ্রী,
শরীরটাকে যায় না তো চেনা ধর্মটা হলো কুশ্রী।
এগারো বছরের চণ্ডীগড়ীর কি দোষ ছিল বলো!
পিতৃতুল্য অটোরিকশা চালক ছিঁড়ে কুটে কেন খেলো!!


প্রশাসনের ঘুম ভাঙানোর আর কোরো না ব্যর্থ প্রয়াস,
ও মেয়ে তুই হাতে অস্ত্র তুলে নে, নইলে পরিহাস।
"বেটি বাঁচাও" কথাটা না হয় আজ বুলেট ট্রেনেই থাক,
গর্ভধারিণী মা তোর গর্ভটা না হয় বন্ধ্যা করেই রাখ।