কবিতা:- তোর শতাব্দী জন্মদিনে
                 মনোজ ভৌমিক


পাহাড় বুকে আয় না ছুটে, ওরে আমার ঝর্ণা,
আমা হতে সৃষ্ট তুই,তুই-ই আমার গয়না।
যে পাহাড়ে নেই রে তুই,তার নাম যে মালভূমি,
তাই তো আমি সদাই তোর, শিরটারে নিই চুমি।
যা বহে যা ঝর্ণা হয়ে,নদী হতে ভয় পাস না,
মোহনাতে সাগর পাবি,দেখবি সুখের আয়না।
হারাবি না তুই সাগর বুকে,ঢেউয়ের মাথায় নাচবি,
হাঁপিয়ে গেলে আবার তুই পাহাড় বুকেই ফিরবি।
বৃষ্টি হয়ে না হয় ওদিন ঝরিস এ বুকে,
ক্ষণেক আনন্দধারায়,তৃপ্তি নেবো সুখে।
শতাব্দী জন্মে রেখে যা এমন একটি ছাপ,
এ পাহাড় যেন বলতে পারে,"আমিই ওর বাপ।"