কবিতা :-তোরেই প্রণিপাত
           মনোজ ভৌমিক


মেঘলা আকাশ ঘুমন্ত রোদ্দুর
মন আঙিনায় বিষন্নতার সুর।
বৃষ্টি হয়েছে সৃষ্টি ছাড়া যেন!
শৈত্য হাওয়ায় নিজেরে নাচায়  কেন!!


বোঝেনা ও কি হৃদয়ের বিহ্বলতা!
ভাবনা আকাশে মধুময় শীত হেথা।
স্বতেজ সবুজে ভরেছিলো মনবীথি,
মল্লিকা বনে খুঁজেছিলো প্রিয় সাথী!


পৌষালী গান গেয়েছিল সুর দিয়ে,
রস ভঙ্গের কোনো কারণ ছিলো কি প্রিয়ে!!
যেন যক্ষ প্রাণেতে দক্ষর আনাগোনা,
সময়ের সাথে কেন এ বিড়ম্বনা!!


পরকীয়া মন, সময়ের সংঘাত,
ও মেঘ আজ তোরেই প্রণিপাত।