কবিতা :- তুই নাচ না আপন সুখে
              মনোজ ভৌমিক


মাঝ শরতের ঐ আকাশটারে দেখি,
শ্রাবণ শেষে কালো মেঘে দিচ্ছে উঁকি।


মন ভাঙা মনে নামছে বর্ষার মেঘ,
বুকের মাঝে বৃষ্টি ভাবনা অশেষ।


রাতের শিউলি চুপি কথা কয় কারে!
জানে যে ও বৃন্ত খসবে কাকভোরে!!


টগর কিন্তু ভিজবে মনের সুখে,
শ্রাবণ শেষের ভাবনা রয়েছে বুকে।


বকুল শাখা নেবে যে সতেজ শ্বাস,
মনে জাগছে আগামীর উচ্ছ্বাস।


করবী জুঁই দোপাটির মনে শোক,
শরতাকাশে নেই সেই প্রেম আলোক!


কাশের হাসি ম্লান কেন দেখি হেথা!
কৃষাণীর মনে আগামীর রূপকথা।


শরৎ কাঁদুক বুক ভাঙা যন্ত্রণায়,
ফুটপাত বাঁচে দিন গোনা শঙ্কায়।


উঁচু ইমারত নাচবে নিয়নী আলোয়,
বর্ষা কথাটা ওখানে মনের কালোয়।


ভিজুক শরৎ বড় ব্যথা নিয়ে বুকে,
ও বৃষ্টি  তুই নাচ না আপন সুখে।