কবিতা:- তুমি আমার প্রথম কবিতা (২০০তম)
✍️ মনোজ ভৌমিক


উন্মুক্ত আকাশ....তুমি কি শুনতে পাচ্ছ?
অরফিয়াসের বাঁশরীর করুণ রাগিণী??
প্রিয়তমা ইউরিডাসির মৃত্যু কি ভুলিয়ে দিয়েছে
তার উন্মাদ প্রেমময় জীবন বাঁশির সুর!
কিন্তু আমি তো প্রতিনিয়ত উপলব্ধি করি
পাহাড়ের উত্তাল ঝর্ণাধারায়...
স্রোতস্বিনী নদীর দীপ্ত কল্লোলে...
সমুদ্রের উন্মত্ত ঢেউয়ের নাচনে,
আবার রিক্টারস্কেলের ভীষণ তীব্রতায়
সেই দূরন্ত প্রেম আজও প্রবাহিত...
এক প্রাণ থেকে অন্য প্রাণে!


তুমি আমার প্রথম কবিতা প্রেম।
আগ্নেয়গিরি দুরন্ত অগ্নুৎপাতের মতন
উৎসারিত হয়ে চলেছ....
আমার শরীরের প্রতিটি অস্তিমজ্জায়!
কবিতার স্বপ্ন রাত্রির নিঃসৃত আলোক মালায়
আমি জাপটে ধরেছি তোমাকে...
অক্টোপাসের মতন,
তুমি নিশ্চল!
শ্বাসে-প্রশ্বাসে উদ্গত কামনার গন্ধ!
উন্নত গ্রীবা, ললাট চিবুকে নির্লিপ্ত!!
কামুক আঁখি পল্লবে..
পদ্মপাতার শিশিরের আবেশ!
ওষ্ঠের উন্মাদ চুম্বনে,শিহরিত তনুমন!!
ধীরে ধীরে কবিতার অঙ্কদেশে
নি:সৃত হয় আগামীর ভাবনা!
সন্ধ্যার রক্তরাগে...নিবীড় বনানীর প্রান্তরে...
বিমর্ষ রাত্রির বুক চিরে....
অরফিয়াসের সাড়া জাগানো বাঁশির সুরে....
জন্ম নিলে তুমি...আমার প্রথম কবিতা!