কবিতা:- তুমি বাঙালী নাকি
                   মনোজ ভৌমক


এখন প্রতিদিন বর্ণপরিচয়েতে নিজেকে খুঁজি!
বাংলা অক্ষর গুলোকে একে একে ভীষণভাবে সুঝি।
দ্বিতীয় ভাগের জোড়া শব্দ গুলো ঝাপসা হতে দেখি!
ঠুনকো সম্পর্কের মত ওরাও সাথ ছাড়ছে নাকি?


সম্পর্কের পচা দুর্গন্ধ ছড়ায় সর্বত্র,
ওরা বলছে," ওই শব্দ-অক্ষর গুলো আজ ব্রাত্য।"
আমি বিদ্যাসাগরের প্রতিকৃতিকে ভালো করে দেখি,
গভীর প্রত্যয়ে এখন নিজের অস্তিত্বে ঝাঁকি!


মনে মনে হাসি,দিগন্তের শেষ সূর্য দেয় উঁকি,
চুপিসারে কে জিজ্ঞাসা করে,"ভাই,তুমি বাঙালী নাকি?"