কবিতা:- তুমি কে হে
             মনোজ ভৌমিক


আজ ঐ হিসেবি কথার আবেগি ছলে
প্রশ্নটা কিন্তু সঠিক করলে।
ও প্রশ্নটা ছিলো আমারো মনে,
সময় ফুরানো কথা সময়ই জানে।


আজ তোমার আমার মিথ্যে ব্যথায়
বলো কি আসে কার! কি বয়ে যায়?
সেই চায়ের চুমুর আবেশি ঠোঁটেতে,
অলীক স্বপ্ন জাগত দু'চোখেতে!


সেদিন একবারোতো বলোনি আমায়,
মনের বকুল শুকোয় ব্যথা কথায়!
শুকনো দেখো না আজ নদীর স্রোত,
তাই তোমার মনে কি আজ জ্যান্ত রোদ!


রোদ ঘুমিয়ে যে এখন বর্ষা মেঘ,
প্রশ্ন না হয়ে যদি হতো আবেগ,
জাগতো না এ মনে একটুও ক্লেশ,
প্রশ্ন প্রেমেই সব হতো শেষ।


এখন কে তুমি আর কেই- বা যে আমি!
ঐ প্রশ্ন দিয়েই আজ খুঁজি কমই।


বি:দ্র:- একটু নতুন আঙ্গিকে লিখলাম।