কবিতা:- তুমি, কবিতা ও আমি
কবি:- মনোজ ভৌমিক


আমার কবিতা,জানি, তুমি পড়বে না কোনোদিন।
অবজ্ঞার হাসি হেসে,উপেক্ষা করবে প্রতিদিন।
তবুও মনে রেখো,তোমাকে ভেবে,লিখব কবিতা দিন দিন।
কবিত্বের স্বীকৃতি চাই না আমি কোনোদিন।
জানি আমি চলে যাব,এ পৃথিবী ছেড়ে একদিন!
সেদিন আমার কবিতার রক্ত মাংস হীন মানুষের কঙ্কাল,তোমাকে প্রশ্ন করবে,
"এইভাবে অবজ্ঞার স্রোতে ভাসালে কেন আমাদের কবিকে?"
আস্তকুঁড়ে ছুঁড়ে ফেলা,শিশুদের আর্তনাদ,ব্যঙ্গ করবে তোমাকে;
"সে কবি তো শোনাতে চেয়েছিল,এই বেজন্মাদের আর্ত চিৎকার সবারে;
তাহলে কেন এত ঘৃণা,কেন এত অবজ্ঞা সয়েছে সে?"
কারখানার ব্রাত্য শ্রমিকের দল, ইউনিয়নের ছল বুঝে বলবে তোমাকে,
"কবির কলম কেন আমাদের ইনক্লাব ভুলে গেছে!বল, তুই বল?"
ক্ষরা আর বন্যায়,বানভাসি কৃষকের দল,রাজনেতাদের সইবে সকল ছল।
হতাশ হয়ে বলবে,"কোথায় আমাদের কবি!হারিয়ে গেছে কি তার কলম সকল?
আবার ইতিহাসের পাতার জীবন্ত সমাধি থেকে বলবে আনারকলি,
"সেলিমের প্রেমকে বুকে নিয়ে,বেচে আছে কি আমার সেই কবি?"
এ পাহাড়-পর্বত,সমুদ্র-নদী-নালা,সবুজ বনানী ঘেরা সুন্দর ধরিত্রী;
তোমাকে বলবে না কি,"আমাদের ছবি আঁকবে কোন কবি?"
সুদূর নীলাকাশ,উন্মুক্ত বাতাস,ছেড়াকাটা মেঘেদের কাহিনীকে বুকে করে,
সৌরমণ্ডল বলবে চিৎকার করে,"আকাশের ছোটো তারা হয়ে গেছে চুরি।"
পৃথিবীর প্রাচীন ধ্বংস স্তুপে,মুখগুঁজে পড়ে থাকা সভ্যতা,
তোমাকে ধিক্কার দিয়ে বলবে,"কোথায় আমাদের আত্মকথা?"
সেদিন পাখীর কুজন, তোমার বসন্ত দুয়ারে বিলাপ করবে।
তখন কি তুমি আমাকে স্মরণ করে,দু'চোখের নোনা জলে হৃদয় ভরবে?