কবিতা:- তুমি কোরোনা অভিমান
                মনোজ ভৌমিক


সেদিন আমি দেখেছি স্বপ্নে গভীর নিশুতি রাতে,
হেসেছিলে তুমি কমলেতে বসে কালিদহ ওই ঘাটে!
কি যে অপরূপ হাসির ছটা, বলো কাহারে আজ বলি!
মনের মধ্যে সেই হাসিটাই যেন  খেলছে জলকেলি।
দেহের আলোতে রাত ছিলো যেন সমুদ্রে বিভাবরী,
ঢেউয়ের মাথায় নাচছিলে তুমি,লাগছিলে জলপরী!
চোখের চাহুনি বড় জাদুকরী যেন সে আরব্য রাণী,
এলোচুলে তুমি দাঁড়ালে যখন,চাঁদ ডোবা আসমানি!
দেহের গড়ন, কিবা অপরূপ, অপ্সরা কিন্নরী!
পায়ের নুপুর বাজালে যখন আহা মরিমরি মরি!
বলি কেমনে,এমন স্বপ্ন, আজকে বলিগো কারে?
সিংহল রাজা শুনলে পরেই,ভরে দেবে কারাগারে।
থাকনা স্বপ্ন এ চোখেতে, আবেশিত মন প্রাণ,
মধুময় সে রাত কথাতে,তুমি কোরোনা অভিমান।