কবিতা :- তুমি অন্তহীন
কলমেঃ- মনোজ ভৌমিক


আজও তোমার গানের সুর হৃদয় ছুঁয়ে যায়!
যখন থাকি একলা প্রাণে ক্লান্ত মন ব্যাথায়।
গানের কলি সব ভাসতে থাকে মনের কোণে কোণে,
মনের মাঝেই মনকে খুঁজি ভীষণ সঙ্গোপনে।


যে গান তুমি গেছো গেয়ে হয়নি সে আজও হারা,
অসীমের মাঝে ব্যাপ্ত সে সুর হৃদয় পাগলপারা।
বাউলিয়া মন হেঁটে চলেছে পশ্চিমী পথ ধরে,
ভাটিয়ালি সুর দোলা খেয়ে যায় পদ্মাগঙ্গা তীরে।


ভুলেও তোমায় পারিনি ভুলতে  রয়েছ হৃদয় জুড়ে,
শতাব্দী হতে শতাব্দী তোমায় খুঁজছি নতুন সুরে।
শ্রাবণের ধারা বয় যে এখনো হৃদয় বীণার তারে,
অসীমের মাঝে তুমি অম্লান ভুলবো কেমন করে!


সময় আগুনে জ্বলছে হিয়া  জীবন সঙ্গহীন,
সাথী হয়েছে আজ তোমার বাণী তুমি অন্তহীন।