কবিতাঃ- তুমি রবে নীরবে
✍️ মনোজ ভৌমিক


অনন্ত অমৃতধারা ভরে আছে সকলের মনে;
শুধু তুমি নেই,এ বারতা সদা বাজে প্রাণে।


এমনি সঘন শ্রাবণে উন্মাদ বরষার দিনে,
সবারে কাঁদায়ে তুমি চলে গেছো নিরজনে।


শ্রাবণের প্লাবনেতে ভাসিয়েছো "সোনার তরী,"
তুমি নেই,তবু এ কূলে বসে আজি প্রতীক্ষা করি।


জানি আজও তুমি বেঁচে আছো কবিতার প্রাণে,
এখনও আসে পঁচিশে বৈশাখ বর্ষ-প্রারম্ভ ক্ষণে।


"১৪০০ সাল" হাঁটে আজও ক্যালেন্ডারের পাতা ধরে;
আরও কত শত সাল যাবে কাটে,শুধু তুমি তুমি করে।


জানি,কাব্য সাহিত্যে এসেছে আজ নতুন ক্ষণ;
কবিতা চায় সতন্ত্র হতে,চায় সম্পূর্ণ পরিবর্তন।


তবু তুমি শাশ্বত আজও বাংলা সাহিত্যের অঙ্গনে;
তোমারে এড়িয়ে যাবে,এ শক্তি আছে কার আজ এক্ষণে!


হে আমার অজেয় কবি,প্রেমিক হৃদয়ে চিরদিন  বেঁচে রবে;
যতই শ্রাবণ আসুক,আসুক প্লাবন,তুমি রবে-নীরবে।