কবিতা:- তুমি ঠিক বলেছিলে
             মনোজ ভৌমিক


তুমি বলেছিলে,
"বৃষ্টি আসবেই।"
আমি দ্বিপ্রহরিক চোখ নিয়ে
সূর্যডোবা আকাশের দিকে তাকিয়েছিলাম।
চারিদিকের নীলকে ঘিরে অন্ধকার জেগে উঠছিলো!
সবুজ,রুক্ষ ক্লান্ত দেহে কালিমাকে জড়িয়ে ধরছিলো।
আর তুমি!
দিগন্তের বুক বেয়ে উঠে আসছিলে,
আমি মুগ্ধচিত্তে তোমাকে দেখছিলাম!
আকাশের সমস্ত কালিমাকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছিলে,
তুমি যখন মধ্যাকাশে দাঁড়িয়ে ছিলে,
দেখলাম তোমার চারিদিকে দিগন্তবব্যাপী আলোকবৃত্ত!
আমি উন্মাদ চিত্তে বলে উঠলাম,
"বৈশাখী ঝড় চাই না।বৃষ্টি চাই।
এক নির্ঝর বৃষ্টি! "
তুমি সঠিক ইঙ্গিত দিয়ে বলেছিলে,
"খুব শীঘ্রই নেমে আসবে বরষা।"
তোমাকে ঘিরে আকাশের আলোকবৃত্ত,সেই  সংকেত দিয়ে গেলো।
খানিক পরেই তুমি ঢেকে গেলে ঘন কালো মেঘে!
বৃষ্টি নামলো,আঙিনায় ঝরা বকুলের শাখা বেয়ে..
দেহ ছুঁয়ে শিহরণ জাগালো শিকড়ে!
আর আমি!
তোমার চোখে চোখ রেখে,
গভীর প্রাণের আস্বাদ নিলাম
ওই ঝরা বকুলকে জড়িয়ে!
তুমি ঠিকই বলেছিলে,"বৃষ্টি আসবে!"