কবিতাঃ- তুমিই শেষে ভরসা
✍মনোজ ভৌমিক


বিয়োগের সাথে যোগ
আলো আর অন্ধকার!
হিসেব আর নিকেশ
সব যেন একাকার!!


সময়ের কালদন্ডে
জীবন হয়েছে অন্ধ।
সব মিথ্যে হাহাকার
মৃত্যুই শেষ সমন্ধ।


সূর্যেও গ্রহণ লাগে!
এ গ্রহন তো সর্বত্র।
বটবৃক্ষ নির্বিকার
যুদ্ধ বাদ্য যত্রতত্র।


দিন আর কত বড়!
ওই রাত তো গভীর!!
মাটির ঈশ্বর কাঁদে
খোঁজে সম্পর্কের নীড়।


অঙ্গীকার হীন ছায়া
এ প্রজন্মের নিরাশা।
ওগো পৃথিবী ঈশ্বর
তুমিই শেষ ভরসা।