নিরীহ প্রকৃতির উত্তাল-উত্তপ্ত ভুগর্ভ
বিচ্ছুরিত করেছিল একরাশ উত্তপ্ত লাভা।
আগ্নেয়গিরির অগ্নুত্পাত উপেক্ষা  করে
আস্বাভাবিক ভূক্ম্পন আর সুনামির জলোচ্ছাসে
বেরিয়ে এল এক কৃষ্ণ দশর্ন, শ্যাম-বর্ণ শিশু।
রিক্তা প্রকৃতি ঢলে গেছে সূর্যাস্তের দিকে
হেমন্তের রক্তাভ আকাশ,
গ্রাসিত হয়েছে হিমাচ্ছ্ন্ন রাত্রিতে
ধুয়াশাচ্ছ্ন্ন সন্ধ্যার বুক চিরে
দূর আকাশের ধ্রুবতারা জেগেছিল।
শ্ঙ্খ বাজেনি, না জ্বলেছে প্রদীপ,
না দিয়েছে কেউ উলুধ্বনি
শুধু একটা আর্ত চিত্কার  ' মা ' বলে
জড়িয়ে ধরেছে সে
এক জীর্ণ বট বৃক্ষের রিক্ত শিকড়
'ডাগর' 'ডাগর' চোখে তার অদ্ভুত কৌতুহলী জিজ্ঞাসা!


জীর্ণ দেহ থেকে উদ্গত দুটি হাত- দুটি পা
খোলা আকাশের দিকে নেড়ে
কি যেন বোঝাতে চায় সে!
কি জানি, কি আছে তার মনে
আগামী দিনে...
কে জানে!