কবিতাঃ- ইউক্রেনী আর্তনাদ
✍️ মনোজ ভৌমিক


তোমার দেশে বসন্ত গান
উৎসবে মুখ লাল!
চারিদিকে আবির গুলাল
আনন্দে ফোলাও গাল!!


ভেবেছো কি একটিবারও
কেমন বসন্ত দিন?
জ্বলছি আমরা অহরহ
মৃত্যু বাজায় বীণ!


ব্যোম ফেলছে মুহুর্মুহু
জ্বলছে ঘর বাড়ি!
মরছে লক্ষ বৃদ্ধ শিশু
যুবক যুবতী নারী!!


অভুক্ত পেট, পাইনা খুঁজে
স্মরণার্থীর শিবির!
মৃত্যু শিয়রে, বাঁচার চেষ্টা
পা দুটো যেন স্থবির!!


বলতে পারো এ দেশে জন্মে
অপরাধটাই বা কি?
আমরাও মানুষ,বাঁচতে চাই
অধিকার নেই নাকি??


গোষ্ঠী দ্বন্দ্ব ফুরোয়নি আজো
দেখি শুধু আগ্রাসন,
ব্যোমা,বারুদ,বিষাণু ছড়িয়ে
মানবতার হনন!


এই মানবতার শত্রু যারা
তাদের পতন হোক,
জাতপাত আর ধর্ম,বর্ণ
জাগাবেনা আর শোক।


মানুষের জন্য মানুষ যদি
তবে কেন চুপিকথা!
বুদ্ধের বাণী শুদ্ধ হোক না
বসন্ত আসুক হেথা।