কবিতাঃ-  উপদেশ
✍️ মনোজ ভৌমিক


অনেক গল্প রয়েছে এখনো বাকি,
নটে গাছটি মুড়াতে কেন যে দেখি!
হাজার রাতের কাহিনী হয়নি শেষ,
শেষ হলেও যেনো রয়ে যায় ভাগশেষ।


ঐ গল্পগুলোকে একটু টেনেই রেখো,
আর দেহের ভাঁজে রঙ মাখতে শেখো।
একটু নাহয় সুরমা এঁকো দু'চোখে,
সময় করে আতর নিও দেহে মেখে।


সব গল্পেই রোমান্স কি আর থাকে?
একটু নাহয় সোহাগ ভরিও ওকে।
সোহাগ দিয়ে বেহাগ হয়ো না যেন,
প্রস্তাবনায় যেন থাকে না প্রশ্ন,"কেন?"


মসনদী ঢংয়ে আরব্য উপন্যাস,
কতদিন আরও থাকবে উপবাস!
ঐ বৈষ্ণবী হয়ে বাঁচাটা কি আর বাঁচা?
শরীর মনের বদলে নাওনা ধাঁচা।


দেখবে ও মনেতে প্রশান্তি অবিরত,
শেষের দিনে থাকবে না মনে ক্ষত।