কবিতা:-উৎসব নয়,কালের বিড়ম্বনা
                 মনোজ ভৌমিক


অনেক সিঁদুর মাখলে তুমি,তোমার ওই শ্রীমুখে।
সিঁদুরখেলা নামও দিলে,ওদিন দারুণ মনসুখে।
মা'র নামের ওই সিঁদুরটায় বলোতো কি রঙ ছিলো?
মনের রঙ কি তার সাথেই তেমনিভাবে রাঙা হলো?


ঐ সিঁদুর কৌটোর সিঁদুরেতে ছিলো যে বড়ই আশা,
খেলা নয়,চায় যে ও ওই মনের সাবেকি ভালোবাসা।
সে ভালোবাসা খুঁজলে কি ভাই আজকে পাওয়া যায়?
স্ট্যাটাস জ্বরের ভালোবাসায়,ভাবনাটা হারায়।


সিঁদুরিয়া রঙের লালিতে আজকে দোষটা কেন দেখি?
প্রাচুর্য আর দাম্ভিকতায় ভাবনা মরে নাকি?
ও সব কথা ভাবতে গেলে ওই ভাবনাটা হয় নুলো,
এত বছরে ওই সিঁথেয় সিঁদুর দিয়েছো কত বলো?


একদিনের এই সিঁদুর খেলায় বলোতো লাভটা কি?
ঐ সিঁদুরিয়া ভাবনা আজও সঠিক পথেই রয়েছে কি?
যতই সিঁদুর মেখে তুমি মুখোবইয়ে পোষ্ট করো,
প্রাচ্য ভাবনা মৃত ওখানে, খেলা ভাবনাতে মরো।


তাই সিঁদুরী রঙে দেখি আজ ফেসবুকি যন্ত্রণা,
এ সিঁদুর খেলা উৎসব নয়,কালের বিড়ম্বনা।