কবিতাঃ-  উঠুক আওয়াজ
✍️ মনোজ ভৌমিক


ওখানে যুদ্ধ, মরছে মানুষ
টুকরো রুটির হাহাকার!
স্বর্ণ লঙ্কায় যুদ্ধ তো নেই!
কেন শুনি ওই চিৎকার!!


ঠুনকো এই সভ্যতা আজ
বড় বেশিই আগ্রাসী!
মানুষ হয়েছে মূল্যহীন
যন্ত্রায়ণের সাবাসি!


প্রতিযোগিতার চলছে খেলা
আজকে এ বিশ্বময়!
ক্ষমতা যার অতি সামান্য
তারও বুকে নেই ভয়!!


সময়ের সাথে এগিয়ে চলার
অধিকার সবে আছে,
তাই বলে কি ঐ  সময় দৌড়ে
নিজকে ফেলবে বেচে?


নেতৃত্ব যদি হয় মানব হিতে
তবেই বাঁচবে দেশ,
নইলে কিন্তু শিয়রে সমন
রাবণের ভাগশেষ!


জাগো দেশবাসী, জাগো আজ,
বিপন্ন এই সময়!
উঠুক আওয়াজ,অসভ্যতা নয়,
হোক মানবিক জয়।