কবিতাঃ- উঠুক আওয়াজ
✍️ মনোজ ভৌমিক


তুমি পত্নী  তুমি জায়া তুমি তো সৃষ্টির উৎস,
তোমা হতে সৃষ্ট পুরুষ একাই কেন শ্রেষ্ঠ!
গার্গি খনা মৈত্রেয়ী বৈদিক বিদুষী নারী,
সংঘর্ষে হয়নি ক্লান্ত সময় ছিল সংহারী।


সময়ের আবর্তনে আজ এখানে এসেছে একবিংশ,
স্বাধীনতার চুয়াত্তরেও কেন রবে 'ক' অক্ষরে গোমাংস!
চেতনা জাগ্রত হোক আজ সকল নারীর অন্তরে,
লিখবো পড়বো শিখবো মোরা রবো সবার উপরে।


পুরুষ শাসিত এই সমাজ ভেঙে  গড়বো নতুন সৌধ,
জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে সমাজ করবো শুদ্ধ।
বৃক্ষ হতে সৃষ্ট ফল সবই খেতে দারুণ মিষ্ট,
তবে কেন রইবে নারী আজও পক্ষপাত দুষ্ট!


সমস্বরে উঠুক আওয়াজ,"থাকবে না কালো অক্ষর,
আমরা নারী সবই পারি,হবো সবাই সাক্ষর।"