কবিতাঃ-উৎসব ছট
✍️ মনোজ ভৌমিক


আজ সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে গঙ্গাকে ভাসতে দেখলাম...
ডুবতে দেখলাম অজস্র সূর্য উপাসক ধর্ম প্রাণ মানুষদের,
ভেসে গেল রঙ বে-রঙের কত শত ফুল!
সূর্য উদয় ও সূর্যাস্ত তো চিরন্তন.....
বেঁচে থাকবে ঐ ধর্ম, বয়ে যাবে এ নদী,
ফিরবে না ওই ভেসে যাওয়া ফুল!
আবার নতুন ফুলের ভাসান হবে
নদী তীরে জমবে ছট উৎসবের ভীড়,
ভাবনার পাহাড় ছুঁয়ে ডুবে যাবে ঐ সবিতা ....