কবিতাঃ-  ভাবিস
✍️ মনোজ ভৌমিক


এখনো কি তুই আমায় ভালোবাসিস?
তবে কেন তুই বললি সেদিন রাবিশ??
একবারও তো ছুঁইনি তোর ও দেহ!
মধুর স্বরে ডাকিনি তোরে 'প্রিয়!! '


কাজল চোখের ইশারা বুঝিনি সেদিন!
ঠোঁটের লালিতে মুগ্ধ হইনি ওদিন।
তবুও কেন বললি আমায় রাবিশ!
বসন্ত শেষে কথাটা তুই ভাবিস।


কাব্য কথার ভাবনা শুনিয়েছিলাম,
ফাগুন রঙে মনটা রাঙিয়ে ছিলাম।
একটু না হয় ছিল আবেগের গল্প,
হয়ত সেথায় ভালোবাসা ছিল অল্প!


বলিনি কখনো ভালোবাসে মন তোকে,
মুগ্ধ ছিলাম তোর কাজল হরিণী চোখে!
তবুও কেন বললি আমায় রাবিশ?
চৈত্র দুপুরে নিরালায় বসে ভাবিস।