কবিতাঃ- ভাবনা তো একটাই
         মনোজ ভৌমিক


যদিওবা শীত আসে
দেহগুলি যায় ছুঁয়ে,
ওদের কি আসেযায়
ফুটপাতে যারা শুয়ে!


সময়ের রোদ নাকি
চুরি হয় সস্তায়!
সেদিনও তো ভেসেছে
একগলা বর্ষায়!!


তবুও ওরা লড়ে বাঁচে
গ্রীষ্ম শীত ফাগুনে,
মকাইয়ের রুটি ভাজে
কাঠজ্বলা আগুনে।


দিব্যি তো আছে বেঁচে
বুক খোলা ময়দানে,
ওদের হৃদয় কথা
হেমন্ত শিশির জানে।


মহামারী মড়কেতে
আজও তেমনি আছে,
ভাবনা তো একটা
রোদ যেন সদা বাঁচে।