কবিতাঃ-ভাবনাটার হোক যাচাই
✍️ মনোজ ভৌমিক


যজ্ঞ হচ্ছে,ধোঁয়ায় উড়ছে,কঠিন শত মন্ত্রোচ্চারণ!
উপলক্ষ্য ঐ অসুরদলনী,থিমের পুজো হয় এখান!!
সভ্য হয়েছি আমরা আজ ধর্মের ধ্বজা নয় নিশ্চুপ,
মোহর লাগে নতুন ঢঙে,বলছি হেসে বহুত খুব!


পুরাতন ওই সিস্টেমটা আজ যে বড় ডিসগাস্টিং!
পরিবর্তন বেশ তো দেখি, অনলাইনে পুজো হোস্টিং!!
ডিজিটাল এই সময়টাতে বদলে গেছে অনেককিছু,
মনুষ্যত্ব হারিয়েছে মানুষ,সময়ের সাথে বড়ই বিচ্ছু!


বদলে যাওয়া সময়ের সাথে চেঞ্জ হয়েছে সেই একান্ন!
নিউক্লিয় ভাবনাটা প্রকট,চায় না খেতে কেউ শাকান্ন!!
তালমিলিয়ে হাঁটতে গিয়ে,হাঁটু ভেঙে দিচ্ছি দৌড়,
আপন পর হিসেব কষি স্বার্থপরের নেই কসুর।


সবকিছুই ফরমাল আজ আমি তুমি আর ও,
বৃদ্ধাশ্রমে খুঁজছে মা, ফেলে আসা সব সম্পর্ক!
অকাল বোধনে আকাল দেখি, কালের কোনো নেই বালাই!
নবমীর এই সাঁঝ বেলাতে, ভাবনাটার হোক যাচাই।