কবিতাঃ- ভালোবাসা শোধে ঋণ
✍️ মনোজ ভৌমিক


বেবাক চকলেট বোঝে কি মনের ভাষা?
ভাবনার সাথে শুধুই দিনেতে আসা।
রসনার ওমে ক্ষয় প্রেম চারুলতা,
কামনার অন্তে জামদানী চুপকথা।


ওরা তো বোঝেনা এ সময়ের খেলা,
সাবেকী প্রেমের বড় দেখি  কালবেলা!
আজ চকলেট, কাল হবে বাকি দিন,
অভাবী সময়ে ভালোবাসা শোধে ঋণ!