কবিতাঃ- ভাঙনের খেলা
✍️ মনোজ ভৌমিক


কোথাও দেখি তপ্ত দুপুর
কোথাও ভীষণ বন্যা!
হায় প্রকৃতি! আজকে তুই
হয়েছিস যে অনন্যা!!


বানভাসিরা তোর কারণে
আজ হলো গৃহহারা!
ওইখানে দেখি বৃষ্টি বিনা
আষাঢ়ে বাড়ছে পারা!!


মানবতা আজ বিপর্যয়ে
কারণ খুঁজিনা কেউ,
আগ্রাসনে হয়েছি মহান
সভত্য গুণছে ঢেউ!


প্রকৃতির এই রুদ্ররূপে
চলে ভাঙনের খেলা,
নির্বাক চিত্তে মানুষ দেখে
সময়ের কালবেলা।