কবিতা:- ভ্রান্তিতে বসন্ত
           মনোজ ভৌমিক


ভ্রান্ত মনের দেওয়ালেতে ক্লান্ত ছবি আঁকা,
এখন কেবল নিজের মধ্যেই নিজকেই ঘুরে দেখা।
স্বপ্ন রঙীন দিনগুলিতে বাসন্তী আলাপন,
খুঁজছে কেন এ হৃদয় আজ কিশোর কিশোরী মন!!


দিন গুলিতে হলুদ রঙের নেই তো কোনো ছোঁয়াই,
লাল রঙটা মনের মাঝে কেবল করে আসাযাওয়াই !
হঠাৎ হঠাৎ বুকফাটানো রোদ জ্বালায় যে তনু,
বাদল শুধু কেঁদে যায়,আজ বসন্ত কেমনে মানু !!


আজ ভেজা ফুলের ওই বনে মৌমাছিরা গায় না গান
ভ্রমর শুধুই গুনগুনায় বিরহী সুরের তান।
কোয়েল বৃথা গাইছে গান,বলে," বসন্ত এইখানে,"
"পিউ কাঁহা" বলছে পাপিয়া আজকে নিজেই মনে মনে।


সময় হারার মাঝে এখন সেই বসন্তকে খুঁজি,
উতলা মনকে বোঝাতে গিয়ে আজ সময়কে কি বুঝি...!!