বিকেল গন্ধের সাথে ফুরায় দিন


সন্ধ্যা নামে রোজ নিয়ম যা,


আকাশে ফুটতে থাকা তারার দল


ছায়াপথ জুড়ে সব মেলেছে গা;


রাতের বাতাস যেন হিম মাখা


দিনের শ্রান্তি ঘোচা নিজের ঘর,


তোমার মুখের হাসি, পথ চাওয়া,


তোমার স্পর্শ মাখা ঐ আদর।


আমারও দিন শেষে সন্ধ্যা হয়,


আমিও ফিরে আসি আমার নীড়,


নোঙর ছেঁড়া এক নৌকা সে,


দিনের শেষে যেন পেয়েছে তীর।


আমার চলার পথে প্রেরণা সব,


আমার ফিরেও আসা বারংবার,


কোথাও বাঁধা পড়া সে অনুভব


সে হল ভালোবাস, সে সংসার।