সব লিপি হয় না কবিতা,
সব সুর হয় না তো গান,
সব কথা ফুরানোর পরেও
ফুরায় না মান অভিমান।


সব পথ পায় না তো দিশা,
সব চাওয়া হয় না পূরণ,
কিছু পাওয়া-অনেক না পাওয়া
এই নিয়ে চলেছে জীবন।


ছোট সুখ আর বড় শোক
সবকিছু পিছনেতে ফেলে,
গভীরে শিকড়-মন খোলা;
আগ্রহ, আকাঙ্খা, কৌতূহলে;


দৃষ্টি নিবদ্ধ আগামীতে,
মনের ভিতরে প্রস্তুতি,
গড়তে নতুন ভবিষ্যৎ
চাই না কারুর অনুমতি।