ছড়িয়ে দিও এক মুঠো রোদ্দুর,


পায়রারা ঠুকরে ঠুকরে ঠোঁটে


মেখে নিক সে সোনালী কনা,


আকাশের দিকে ছুঁড়ে দিও


এক তাল তুলো, শরতের


মেঘ হয়ে ভাসুক সেগুলো,


জমে থাকা শোক সব ঝর্নাতে ফেল,


খরস্রোতে ভেসে যাক যন্ত্রণা যত,


আর এক মুঠো ধান দিও মাটিতে ছড়িয়ে,


দুলুক সোনালী স্বপ্ন ফসলের মত।