তপ্ত হয়ে শক্ত আজি
মোদের সবুজ দেশটা,
ব্যক্ত করে রক্ত গরম
তবুও বিফল চেষ্টা।।


রবের সাথে সবের মিলন
করছে লোকে মাজারে,
সুস্থ হতে ব্যস্ত সবাই
তাবিজ ঝুলায় শরীরে।।


বোতল খেয়ে মাতাল হতে
ভীড়ছে মদের দোকানেে,
পাগলামি আর মাতলামিতে
ব্যস্ত সবাই নাচ-গানে।।


আলেম সেজে জালিমেরা
করছে যতো গোলমাল,
ধোঁকায় পড়ে বোকা হয়ে
গড়ছে লোকে নতুন দল।।


বড় লোকে ভয় দেখিয়ে
হচ্ছে ধনী সমাজে,
ঘুষের টাকা চুষে খেয়ে
হাজির আবার নামাজে!!


লজ্জা ছেড়ে যেনাতে আজ
লিপ্ত যুব নর-নারী,
ডাকাতেরা টাকার লোভে
ছাড়ছে রাতে ঘরবাড়ি।।


নেতাগন আজ ব্যথা দিয়ে
গরীব লোকের অন্তরে,
দেশের মাল চেটে-পুঁটে
খাচ্ছে তারা পেট পুরে!!


এমন হলে কেমন করে
দেশে মোরা শান্তি পাই?
সহায় তুমি আল্লাহ মহান
তোমার কাছেই  বিচার চাই!!