দূর নীলিমায় চেয়ে আমি
অনেক কিছু ভাবি,
ভাবার মাঝেই প্রশ্ন জাগে
ঐ শেখানে যাবি??


প্রশ্ন শুনেই উথলে ওঠে
অনেক আশা মনে,
চাঁদ মামারই দেখা পাবো
ধন্য হবো ক্ষণে।।


নদীর তীরে উদাস হয়ে
বসে যখন থাকি,
প্রশ্ন শুনে চমকে উঠি
ডাক দিয়ে যায় পাখি।।


নীলাভ নভে হারিয়ে যাবে
তোমার ভুবন ছেড়ে?
আমার মতো স্বাধীন হবে
পাখা দু'টি নেড়ে??


মাথা নাড়ি হারিয়ে যাবো
এবার অনেক দূরে,
তুমিই আমার সাথী হবে
উড়বো আকাশ জুড়ে।।