সাত রাজার জন তুচ্ছ অতি
মায়ের অনেক মূল্য,
মায়ের বুকে সুখের স্বর্গ
হয় নাকো তার তুল্য।।


মা ডেকে তাই সুখ খুঁজে পাই
আমার ছোট্ট মনে,
খুশির ডানায় এ মন হারায়
দূরের সবুজ বনে।।


রংধনুর ঐ রঙের ভিড়ে
মনটা কেবল বলে,
ধুত্তেরি ছাই স্বর্গ কোথায়?
মায়ের পদতলে!


স্নেহ মাখা মায়ের আদর
মিষ্টি মধুর গন্ধ,
নিখাঁদ মায়ের ভালোবাসা
নেইকো দ্বিধা-দ্বন্দ্ব।।


মা যে আমার স্বর্গীয় সুখ
ফুলের হাসি ঠোঁটে,
মায়ের মধুর পরশ পেলে
সুখের কলি ফোঁটে।।


বাবার আমি মানিক-রতন
মায়ের চোখের মণি,
উজাড় করে দেয় দু'জনি
ভালোবাসার খনি!


বাবা আমায় আঁকড়ে ধরে
আদর করে কতো,
তবু কেন হয়না বাবা
আমার মায়ের মতো??


মা মানে তো সুখের সাগর
ভালোবাসার ঢেউ,
মায়ের মতো নেই দরদী
এই দুনিয়ায় কেউ!!