সে এসেছিলো বর্ষার অতিথি ফুল হয়ে
এলোকেশে রক্ত শাপলার সৌন্দর্য দেখাতে
হৃদয় ছুঁয়া কদম্বফুলের বৃষ্টিবিলাস শেখাতে
অন্তরকে রাঙিয়ে এক স্নিগ্ধ ভোর জাগাতে।


সে প্রতিবিম্বিত হয়ে এসেছিলো স্মরণে
হারিয়ে গেছে কথাকাব্যের কোন এক মিছিলে
বৃষ্টিভেজা ভাসমান শিউলির উতাল পাতাল ঢেউয়ে
হেমন্তের কাক ডাকা মেঘাচ্ছন্ন ভোরে ।


সে এসেছিলো এক অতিথি পাখি হয়ে
চোখের পাঁপড়ির মত লেগে থাকা স্বপন
ঢিকিপানচিলের মত এসেছিলো হৃদয়ে -
এ যে দলবদ্ধ এক সারসি -
পরিযায়ী হয়ে পালিয়ে গেছে তাঁর নীল আকাশে।