পৃথিবী বড় কঠিন
নামকরণ : আশা দেব
লেখক : দুঃখী জাহিদ
ছন্দ : পদ্য ছন্দে রচিত।
আমি অসহায়ের মত ঘুরছি বেঁচে থাকার জন্য
যতই ঘুরছি ততই হাহাকার এসে করে দিচ্ছে শূন্য।
পৃথিবী নামক জেলখানায় বেঁচে থাকার অনারব অনশন
অশান্তি এসে ধাক্কা মারে রেখে যায় দুঃখের আবরণ।
এই পৃথিবীর মানুষ গুলা যতই কঠিন তার চেয়ে বড়ই কঠিন এই পৃথিবী
অচেনা তীরের আশায় ঘুরছে মন জ্বলছে হৃদয়ে অনলী ।
মায়া বিহীন এই পৃথিবীতে আশা গুলো মরিচিকার মত নষ্ট হয়ে যায়
আর সর্বগ্রাসী এই পৃথিবী অনদিকাল নিজের মতই বয়ে যায়।
প্রতিটি মুখূর্তের প্রতিটি নিঃশ্বাসে মনে হয় মরে গেলেই বেঁচে গেলাম
আর সর্বক্ষন একই প্রশ্নের উত্তরের আশায় "কেন পৃথিবীতে এলাম।
নদীর জোয়ার ভাটায় নদীতে ক্ষুধা তৃষ্ণার সৃষ্টির অমলিন আসক্তি হয়
কুন্ডলী ভরা আগুনে পরে পৃথিবীর মায়া কিভাবে সই।
বেঁচে থাকার চাহিদা আশা কামনা ভাসনা প্রেম পিরিতি ভালবাসা অজানা অসিম
এই পৃথিবীতে বেঁচে থাকা লোভনীয় কিন্তু পৃথিবীটা যে কঠিন।