অদ্ভুত শহর
দুঃখী জাহিদ


বিচারক নিয়োগ যেন জনতার অগোচরে
প্রশ্ন বার বার হৃদয়ের বাতিঘরে।
শতাব্দী পেরিয়ে অদ্ভুত শহরের অচেনা নগরীতে
অত্যাচার অবিচার এই অশরীরী আত্মাতে।
বেলা পেরিয়ে সীমান্তের কাছাকাছি
আসামী-বিচারক বসে আছে যেন পাশাপাশি।
রাক্ষসের মুখে সামান্য ছোট ক্যাটরাস
চিবিয়ে খাচ্ছে তাই নিতে পারছেনা নিঃশ্বাস।
নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা নিংশর্ত চোখে
পেটের ভিতর ঘুরপাক ভাষা থমকে গেছে মুখে।
আমি চাই না এসব নিয়ম নীতি চাই শান্তি
আনাড়ি না আমি মুছতে চাই জনতার ক্লান্তি।