শীত তোমাকে জানাই বিদায়
দুঃখী জাহিদ


বুঁইচি ফুলের কেতাংঙ্গনিতে যদি বসন্ত আসে
হিজল ফুল গুলো যদি পুকুরের পানিতে ভাসে।
মনের আনন্দে যদি আজ আটখানা হয়ে যায়
শীত এবারের মত তোমাকে জানাই বিদায়।
কৃষ্ণচূড়ায় যদি বসন্তবরণের রক্তিম অঙ্কুর ফুটে
হিমেল হাওয়া যদি অচেনা কোন পথে ছুটে।
আমের মুকুলে যদি ভ্রমরের আনাগোনা লেগে যায়
তবে এবারের মত শীত তোমাকে জানাই বিদায়।
প্রেমের আবহাওয়া যদি এই বসন্তে লেগে যায়
প্রেমিকার হাত ধরে যদি আনমনে ঘুরে বেড়াই।
হৃদযন্ত্রে যদি একফোঁটা বসন্ত এসে যায়
সমসরিক কন্ঠে শীত তোমাকে জানাই বিদায়।


::::::এবারের বসন্ত বরণে সবাইকে দাওয়াত, বসন্তের শুভেচ্ছা নিও, সবাইকে বসন্তের শুভেচ্ছা জানালাম রেখে দিও :::::::::::::