প্রশ্নাকুল চোখে
দুঃখী জাহিদ


নিরাপদহীন মাটিতে দাঁড়িয়ে বলতে পারিনা
আমি নিরাপদ।
দুধহীন মায়ের বুকে খামচাখামচি করে দুধের
আশা করতে পারি না।
অসহায়ের কান্না দেখে নিজেকে সুখী
ভাবতে পারি না।
আমরা কতটা নিরাপদ কতটা সুখী জাতির কাছে
প্রশ্নাকুল চোখে।
আমরা কি রকম মুসলমানের বাচ্ছা নিজ হাতে
খোদার দায়িত্ব নিয়েছি।
এক অভিজিৎকেও খুন করে মনে করেছিস
তর বেহেস্ত হাসিল।
তর খোদায় লক্ষ অভিজিতের সৃষ্টি করবে
একই দিনে।
রাজ সরকারের কাছে একটাই দাবি নিরাপত্তা
না দিয়ে নিরাপত্তার বাহানা করবেন না।