নূপুর
দুঃখী জাহিদ
ইচ্ছে ছিলো আদর করে পাদুকা খুলে লাগিয়ে দিব আলতা,
তাঁর সাথে বাধিঁয়ে দিব আমার মনের সরলতা।
খুব যতন করে ভালবেসে নিরজনে হারিয়ে দুজনে,
চুপটি করে বসে থাকবো জানবে না কোন জনে।
আলতো করে পা দুখানি জড়িয়ে নিয়ে বুকে,
বলবো কিছু কানে কানে শুনবে সে টুকেটুকে।
বলা হলো না কথা এর আগেই নাটকের সমাপ্তি,
আমার জীবনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি।
নূপুর জোড়া কিনেছিলাম খুব ভালবেসে,
পড়ে রয়েছে টেবিলের কিনারায় বেদনার নিঃশ্বাসে।
বিশ্বাসে যে আঘাত প্রাপ্ত সে কখনো ফিরবে না,
ক্ষমা করু ভালো থেকো পিছু কেউ ডাকবে না।
সময় পাল্টাবে সেই সাথে ঋতুর পরিবর্তন,
সময়ের সাথে তোমার আমার নূপুরের সমাবর্তন।