শূন্য জিঙ্গল
দুঃখী জাহিদ
আকাশের নীল ভাঁজে কত রকম রংয়ের খেলা,
স্বপ্নীল আকাশের এখনই সূর্য এখনই ডুবে যায় বেলা।
একটা প্রশ্ন জাগে কে এই খেলা খেলেন,
কে এই রংয়ের কাটি নিরালয়ে চালেন।
আমি শূন্য বাতাসের চেয়েও বেশী শূন্য,
আত্মার যে চিন্তা শক্তি তা খুবই অরণ্য।
তবে কেন প্রশ্ন মহাকাশের উর্ধ্বেও কি কিছু আছে,
খুবই জ্বালাতন ভিতরে বাহিরে মৃত্যুর কাছে।